Others

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম ও সিজিপিএ নির্ণয় করার পদ্ধতি

Rate this post

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম ও সিজিপিএ নির্ণয় করার পদ্ধতি: :আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম সম্পর্কে জানতে চান? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক ওয়েবসাইটেই এসেছেন। আজকের এই পোস্টে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা আমাদের ওয়েবসাইটে সেইসব তথ্য দিয়ে থাকি, যা দৈনন্দিন জীবনে মানুষের উপকারে আসে। আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে আপনি আপনার কাঙ্খিত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমরা সবসময় চেষ্টা করি, প্রতিটি বিষয় ধাপে ধাপে উপস্থাপন করার, তো চলুন শুরু করা যাক।

আজকে আমরা শিখব কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ নির্ণয় করা যায়।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, ডিগ্রী, মাস্টার্সের গ্রেডিং সিস্টেম ও সিজিপিএ নির্ণয় করার পদ্ধতি আমরা এই পোস্টে আলোচনা করব। আশা করি এই পদ্ধতিতে আপনারও খুব সহজেই সিজিপিএ নির্ণয় করতে পারবেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম

Mark Range Grade Point (GP) Letter Grade (LG) Division
৮০-১০০ ৪.০০ A+ ১ম বিভাগ
৭৫-৭৯ ৩.৭৫ A ১ম বিভাগ
৭০-৭৪ ৩.৫০ A- ১ম বিভাগ
৬৫-৬৯ ৩.২৫ B+ ১ম বিভাগ
৬০-৬৪ ৩.০০ B ১ম বিভাগ
৫৫-৫৯ ২.৭৫ B- ২য় বিভাগ
৫০-৫৪ ২.৫০ C+ ২য় বিভাগ
৪৫-৪৯ ২.২৫ C ২য় বিভাগ
৪০-৪৪ ২.০০ D ৩য় বিভাগ
০-৩৯ ০.০০ Fail ——

national university cgpa grading system 1

national university cgpa grading system 3

national university cgpa grading system 2

National University CGPA নির্ণয় পদ্ধতি

১ বছরের CGPA নির্ণয : এক বছরে মোট অর্জিত পয়েন্ট এক বছরে মোট অর্জিত ক্রেডিট।

এক বছরে মোট অর্জিত পয়েন্ট : কোন বিষয়ে প্রাপ্ত পয়েন্টকে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন। এভাবে সকল সাবজেক্টের পয়েন্টকে তাদের ক্রেডিট দিয়ে গুন দিয়ে সব গুনফলকে যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত পয়েন্ট”।
.
এক বছরের মোট অর্জিত ক্রেডিট : পাশ কৃত সকল বিষয়ের ক্রেডিট যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত ক্রেডিট”

Ex : বিষয়ভিত্তিক পয়েন্ট × তার ক্রেডিট :
A-= 3.50×4 =14 ;
B+=3.25×4=13;
A+=4.00×4 =16;
B+=3.25×4=13;
A-=3.50×4=14;
B+=3.25×4 =13;

সুতরাং মোট অর্জিত পয়েন্টস :
14+13+16+13+14+13=83

এবং মোট অর্জিত ক্রেডিট :
4+4+4+4+4+4 = 24

মোট জিপিএ দাড়ায় : 83÷24=3.45
.
৪ বছরের CGPA নির্নয়: চার বছরের মোট অর্জিত পয়েন্ট (প্রথম বর্ষ + ২য় বর্ষ + ৩য় বর্ষ + চতুর্থ বর্ষ) ÷ পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট সংখ্যা।

চার বছরের মোট অর্জিত পয়েন্ট : জিপিএ নির্নয়ের প্রথম ধাপের ন্যায় সকল বর্ষের “মোট অর্জিত পয়েন্টস” গুলো পর পর যোগ করলে পাবেন চার বছরের মোট অর্জিত পয়েন্ট।

পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট : পুরো কোর্সের সকল পাশকৃত বিষয়ের ক্রেডিটের যোগ ফল হলো পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট।

Ex : চার বছরের মোট অর্জিত পয়েন্টস : 83+85+81+79=328

পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট :
24+24+26+28=102

অতএব, মোট CGPA : 328÷102=3.21

আপনি যদি এ ধরনের তথ্যমূলক পোস্ট জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনার একটি মন্তব্য আমাদের অনেক উৎসাহ দেয়। আশা করি আপনারা আজকের পোস্ট: জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম ও সিজিপিএ নির্ণয় করার পদ্ধতি  পড়ে পুরো বিষয়টি জানতে ও বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাদের ওয়েবসাইটি ভিজিট করার জন্য!

Back to top button