Information

আলবেন ডিএস ট্যাবলেট খাওয়ার নিয়ম

Rate this post

আলবেন ডিএস ট্যাবলেট খাওয়ার নিয়ম: আপনি কি আলবেন ডিএস ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে চান? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক ওয়েবসাইটেই এসেছেন। আজকের এই পোস্টে আমরা আলবেন ডিএস ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা আমাদের ওয়েবসাইটে সেইসব তথ্য দিয়ে থাকি, যা দৈনন্দিন জীবনে মানুষের উপকারে আসে। আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে আপনি আপনার কাঙ্খিত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমরা সবসময় চেষ্টা করি, প্রতিটি বিষয় ধাপে ধাপে উপস্থাপন করার, তো চলুন শুরু করা যাক।

আলবেন ডিএস ট্যাবলেট খাওয়ার নিয়ম

আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো: আলবেন ডিএস ট্যাবলেট খাওয়ার নিয়ম ।  আপনারা এই পোস্টে বিস্তারিত সকল তথ্য পেয়ে যাবেন

এলবেনডাজল একটি ব্রডস্পেক্ট্রাম বেনজিমিডাজল জাতীয় কৃমিনাশক ঔষধ। ভার্মিসাইডাল কার্যকারিতা ছাড়াও এটির ওভিসাইডাল ও লার্ভিসাইডাল কার্যকারিতা আছে।

প্রতি তিন মাস পরপর পরিবারের সবাই একটি করে অ্যালবেনডাজল বড়ি সেবন করতে পারেন। মেবেনডাজল হলে খেতে হবে পরপর তিন দিন। সাত দিন পর আরেকটা ডোজ খাওয়া যায়। শিশুদেরও একইভাবে সিরাপ খাওয়াতে হবে

বাণিজ্যিক নাম আলবেন ডিএস
জেনেরিক এ্যালবেনডাজল
ধরণ ট্যাবলেট
পরিমাপ 400mg
চিকিৎসাগত শ্রেণি Anti-helminthic
উৎপাদনকারী Eskayef Bangladesh Ltd
উপলভ্য দেশ Bangladesh

খাওয়ার নিয়ম

আলবেন ডিএস খাওয়ার নিয়ম

  • ১ – ২ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে : অর্ধেক বেন-এ ৪০০ মি.গ্রা. ট্যাবলেট বা ১ চা চামচ বেন-এ সাসপেনশন একক মাত্রায় সেব্য। 
  • বয়স্ক ও ২ বছরের শিশু অথবা তার চেয়ে বেশী বয়সীদের ক্ষেত্রে এসকারিয়াসিস, এন্টেরােবিয়াসিস, হুকওয়ার্ম অথবা ট্রাইচুরিয়াসিস চিকিৎসায় বেন-এ ৪০০ মি.গ্রা. ১টি ট্যাবলেট বা ২ চা চামচ সাসপেনশন একক  মাত্রায় সেব্য। 
  • স্ট্রংনজাইলােডিয়াসিস এবং টিনিয়াসিস চিকিৎসায় বেন-এ ৪০০ মি.গ্রা. ট্যাবলেট প্রতিদিন একটি করে পর পর ৩ দিন সেবন করতে হবে। প্রয়ােজনবােধে ৩ সপ্তাহ পর এই মাত্রার পুনরাবৃত্তি করা যেতে পারে। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্বপ্রতিক্রিয়া

সাধারণত : পরিপাকতন্ত্রের গােলযােগ, মাথাব্যথা, মাথাঘােরা, যকৃতে এনজাইমের পরিবর্তন, রক্তস্ফোট, শ্বেতকনিকা স্বল্পতা, পেশী সংকোচন, এলার্জি, মস্তিষ্ক ঝিলীর প্রদাহ বা প্রদাহ ছাড়াই শুষ্কাবস্থা।

সতর্কতা

যদি রক্ত কণিকার সংখ্যা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট আকারে কমে যায়, তবে এলবেনডাজল সেবনে বিরত থাকা উচিত।

মিথস্ক্রিয়া

সাধারণত গুরুত্বপূর্ণ কোন মিথস্ক্রিয়তা নেই।

গর্ভাবস্থাকালীন ব্যবহার

  • আলবেন ডিএস গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে নির্দেশিত নয়। 
  • স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। 
  • নবজাত শিশু : আলবেন ডিএস সাধারণত নবজাতকের ক্ষেত্রে গ্রহণযােগ্য নয়। 

আপনি যদি এ ধরনের তথ্যমূলক পোস্ট জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনার একটি মন্তব্য আমাদের অনেক উৎসাহ দেয়। আশা করি আপনারা আজকের পোস্ট: আলবেন ডিএস ট্যাবলেট খাওয়ার নিয়ম পড়ে পুরো বিষয়টি জানতে ও বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাদের ওয়েবসাইটি ভিজিট করার জন্য!

Back to top button