আপনি কি জমির পর্চা ডাউনলোড সম্পর্কে জানতে চান? হ্যাঁ! আপনি সঠিক স্থান নির্বাচন করছেন। আমরা জমির পর্চা ডাউনলোড সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত সকল বিষয়গুলো সহজ ও সাবলীল ভাবে আলোচনা করবো। যা থেকে আপনি উপকৃত হবেন বলে আমরা শতভাগ আশাবাদী। তো চলুন জমির পর্চা ডাউনলোড সম্পর্কে আলোচনা শুরু করা যাক।
জমির পর্চা ডাউনলোড
বর্তমান সময়ে সরকারে যুগান্তকারী বিপ্লবের মধ্যে অন্যতম ঘরে বসে অনলাইনে জমি-জমা সংক্রান্ত সকল তথ্য ও সেবা মানুষের কাছে পৌছয়ে দেয়া। তার মধ্যে অন্যতম জমির পর্চা ডাউনলোড করা। জমির পর্চা ডাউনলোড করতে হলে নির্দিষ্ট কিছু ধাপ রয়েছে। নিচে সেই ধাপ গুলো পর্যায়ক্রমে আলোচনা করা হলঃ
জমির খতিয়ান ডাউনলোড
বর্তমানে বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা, ও মৌজার আর এস(RS) খতিয়ান অনলাইনে পাওয়া যাচ্ছে। সার্টিফাইড কপি/ নকল কপির জন্য আবেদন প্রক্রিয়াও জানতে পারবেন।
এক নজরে শতক, কাঠা, বিঘা, একর, হেক্টর বের করার নিয়ম দেখতে-
এখানে ক্লিক করুন
জমির পর্চা তোলার নিয়ম:
ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে খতিয়ান বের করার সম্পূর্ণ পদ্ধতি নিচে ধাপ অনুসারে দেখানো হলো। মোবাইল এবং কম্পিউটার উভয় ডিভাইস দিয়ে একই পদ্ধতিতে মৌজা যাচাই করতে পারবেন।
ধাপ – ১: খতিয়ান দেখার জন্য প্রথমে www.eporcha.gov.bd এই লিংকে ক্লিক করে ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
ধাপ – ২: একটু স্কল করে নিচে গিয়ে অথবা “নামজারি খতিয়ান” অপশনে ক্লিক করে প্রবেশ করুন।

ধাপ-৩: নামজারি খতিয়ান – অনলাইন আবেদন মেনু থেকে যথাক্রমে আমরা যেই জমির খতিয়ান যাচাই করতে চাই সেই স্থানের বিভাগ এবং জেলা, উপজেলা, ও মৌজা সিলেক্ট করব। 
ধাপ – ৩: পরবর্তীতে মৌজা নাম সিলেক্ট করে খতিয়ান নং অথবা মালিকের নাম সরাসরি বসিয়ে দিতে হবে। উল্লেখ্য, মৌজা অপশনে সিলেক্ট করলে ক্রমিক নং অনুযায়ী খতিয়ান নম্বর শো করবে। আপনি চাইলে আপনার নাম প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজে নিতে পারেন। 
ধাপ – ৪: উপরে তথ্যগুলো পুনরায় যাচাই করে আপনার কাঙ্ক্ষিত নামের উপর ডবল ক্লিক করুন। একটু সময় লোড নিয়ে আপনাদের কাঙ্ক্ষিত নামের খতিয়ান নং, দাগ নং, জমির পরিমাণ, অবশিষ্ট  এসব তথ্য গুলো শো করবে। 
উপরে উল্লেখিত পদ্ধতি ব্যবহার করে খুব সহজে আপনার জমির খতিয়ান দেখে নিতে পারবেন। সার্টিফাইড কপির জন্য আবেদন করতেন নিচে দেখানো পদ্ধতি অনুসরণ করুন।
অনলাইনে আপনার জমির নকশা দেখুন- এখানে ক্লিক করে
জমির পর্চার আবেদন
অনলাইনের মাধ্যমে খতিয়ান সার্টিফাইড কপির জন্য আবেদন করতে অনুসন্ধান প্রক্রিয়া শেষ হলে খতিয়ান এর নিচে থাকা “খতিয়ান আবেদন” বাটনে ক্লিক করুন। এরপরে আপনাদেরকে নিচের ছবির মত একটি পেইজে নিয়ে আসা হবে।

খতিয়ান সার্টিফাইড কপির জন্য আবেদন করতে যথাক্রমেঃ
- ডেলিভারির মাধ্যম (আপনারা চাইলে অনলাইন কপি অথবা ডাকযোগের মাধ্যমে সার্টিফিকেট কপি ডেলিভারি দিতে পারেন)
 - নাম এবং জাতীয় পরিচয় পত্র নাম্বার
 - ইমেইল এবং মোবাইল নাম্বার
 - সম্পূর্ণ ঠিকানা
 - গাণিতিক ক্যাপচা যোগফল প্রদান করুন
 - পেমেন্ট বিবরণী সিলেক্ট করুন
 
এগুলো সিলেক্ট করে “পরবর্তী ধাপ (পেমেন্ট)” বাটনে ক্লিক করে সার্টিফাইড কপি আবেদন ফ্রি পরিশোধ এর মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। উক্ত পদ্ধতিতে খুব সহজে অনলাইনে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এর মাধ্যমে জমির খতিয়ান বের করতে পারবেন এবং সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।
আমরা বাংলাদেশের জমি-জমা সম্পর্কিত সকল তথ্য গুলো নির্ভুল ভাবে প্রচার করে থাকে। এছাড়া জমি-জমা সংক্রান্ত ভূমি মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ আপডেট সবার আগে প্রচার করে থাকি। আপনি এখানে জমি-জমা সম্পর্কিত সকল তথ্য পাবেন, আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের সঠিক ও প্রয়োজনীয় তথ্য নিশ্চিতে! জমি-জমা সংক্রান্ত সর্বশেষ আপডেট ফেসবুকে পেতে- ভূমিসেবা এখানে ক্লিক করুন।





