মৌজা
মৌজা : মৌজা হলো জরিপের একটি ভৌগলিক ইউনিট। একটি ইউনিয়নকে কয়েকটি মৌজায় বিভক্ত করে এ ভৌগলিক ইউনিট করা হয়।
মৌজা হচ্ছে রাজস্ব আদায়ের সর্বনিম্ন একক-এলাকা। মুঘল আমলে কোন পরগনা বা রাজস্ব-জেলার রাজস্ব আদায়ের একক হিসেবে শব্দটি ব্যাপকভাবে ব্যবহার করা হতো। একগুচ্ছ মৌজা নিয়ে গঠিত হতো একটি পরগনা । বিংশ শতাব্দীতে মৌজা শব্দটি ব্যবহূত হয় সামাজিক একক গ্রামের বিকল্প নাম হিসেবে এবং এই নামটি বেশ জনপ্রিয়তাও লাভ করে।
একটি মৌজা’র পরিচিতি :
জেলা – মেহেরপুর (বাংলাদেশের যে কোন জেলা), উপজেলা – মেহেরপুর সদর (যে কোন উপজেলা), মৌজার নাম বামনপাড়া (একটি স্থানীয় নাম), জে, এল, – নাম্বার -৫১ (মেহেরপুর সদর উপজেলায় মোট ৭৫টি মৌজার মধ্যে ৫১ তম), মোট খতিয়ান সংখ্যা-২১২টি, মোট দাগ/পট সংখ্যা- ১১৫০টি, মোট জমির পরিমাণ- ২৯৭.৫০ একর।
উপরে বর্ণিত পরিচিতি থেকে দেখা গেল যে, মেহেরপুর জেলার সদর উপজেলার ৭৫টি মৌজার মধ্যে ৫১তম মৌজাটির নাম বামনপাড়া (জে,এল,নাম্বার-৫১)। উক্ত মৌজায় জরিপকালীন সময়ে মোট ১১৫০টি দাগ/পট অংকন করা হয়েছে। উক্ত ১১৫০টি দাগ ২১২টি খতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছে। ১১৫০টি দাগের মোট জমির পরিমাণ ২৯৭.৫০ একর।
মৌজা কিভাবে বের করবো?
আপনার জমিটি কোন জায়গায় অবস্থিত তা বের করার জন্য আপনাকে সরকারি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
# মৌজা বের করার জন্য সর্বপ্রথম আপনাকে ভিজিট করতে হবে https://eporcha.gov.bd/ এই লিংকে।
# তারপর আপনার সম্মুখে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ই-পর্চা সাইট টির উপরে দেখানো পেজটির মতো একটি নতুন পেজ চলে আসবে।
# এই পেজ থেকে দেখানো ছবিতে মৌজা ম্যাপ মেন্যুতে ক্লিক করুন।
# তারপর উপরের ছবিতে তির চিহ্নিত বক্সে দেখানো মৌজা ম্যাপ এ  ক্লিক করতে হবে। তারপর নিচের ছবির মতো আরো একটা পেজ ওপেন হবে। 
# উপরে আপনার এলাকার তথ্য গুলো দিন।
# ই পর্চা www eporcha gov bd ওয়েবসাইটে আপনাকে প্রথমে আপনার বিভাগ নির্বাচন করতে হবে, তারপর জেলা, উপজেলা/সার্কেল, মৌজা নির্বাচন করতে হবে।
# তারপর আপনি কি সিট অনুযায়ী বা দাগ নং অনুযায়ী অনলাইন থেকে মৌজা বের করতে তা নির্ধারণ করে অনুসন্ধান করুন বাটনে ক্লিক করুন।
# তারপর নিচের ছবির মতো করে আপনার মৌজা ম্যাপটি দেখতে পারবেন।
কিভাবে মৌজা ম্যাপ download করবো:
এখন আপনি যদি মৌজা ম্যাপ আপনার হাতে পেতে চান বা ডাউনলোড করতে চান তবে আপনাকে এর জন্য টাকা দিতে হবে।আপনি যদি মৌজা ম্যাপ বের করতে চান তবে অবশ্যই টাকা পরিশোধ করার পর আবেদন করতে হবে। টাকা প্রদানের পর মৌজা পর্চার জন্য সার্টিফাইড কপি পেতে আবেদন করুন এ ক্লিক করুন।
আপনি যদি মৌজা ম্যাপ বের করতে চান তবে অবশ্যই টাকা পরিশোধ করার পর আবেদন করতে হবে।





