আপনি কি অনলাইনে জমির নকশা বের করার নিয়ম সম্পর্কে জানতে চান? হ্যাঁ! আপনি সঠিক স্থান নির্বাচন করছেন। আমরা অনলাইনে জমির নকশা বের করার নিয়ম সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত সকল বিষয়গুলো সহজ ও সাবলীল ভাবে আলোচনা করবো। যা থেকে আপনি উপকৃত হবেন বলে আমরা শতভাগ আশাবাদী। তো চলুন অনলাইনে জমির নকশা বের করার নিয়ম সম্পর্কে আলোচনা শুরু করা যাক।
অনলাইনে জমির নকশা বের করার নিয়ম
বর্তমান সময়ে সরকারে যুগান্তকারী বিপ্লবের মধ্যে অন্যতম ঘরে বসে অনলাইনে জমি-জমা সংক্রান্ত সকল তথ্য ও সেবা মানুষের কাছে পৌছয়ে দেয়া। তার মধ্যে অন্যতম অনলাইনে জমির নকশা বের করার নিয়ম করা। অনলাইনে জমির নকশা বের করার নিয়ম করতে হলে নির্দিষ্ট কিছু ধাপ রয়েছে। নিচে সেই ধাপ গুলো পর্যায়ক্রমে আলোচনা করা হলঃ
জমির মৌজা ম্যাপ বা নকশা ডাউনলোড
বর্তমানে বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা, ও মৌজার আর এস(RS) দাগের ম্যাপ অনলাইনে পাওয়া যাচ্ছে।
মৌজা ম্যাপ উত্তোলন পদ্ধতিঃ
ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে মৌজা বের করা সম্পূর্ণ পদ্ধতি নিচে ধাপ অনুসারে দেখানো হলো। মোবাইল এবং কম্পিউটার উভয় ডিভাইস দিয়ে একই পদ্ধতিতে মৌজা যাচাই করতে পারবেন।
ধাপ – ১: মৌজা দেখার জন্য প্রথমে https://land.gov.bd/ এই লিংকে ক্লিক করে ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
ধাপ – ২: একটু স্কল করে নিচে গিয়ে অথবা “নাগরিক কনার” বাটনে ক্লিক করে “স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ” অপশনে ক্লিক করে প্রবেশ করুন।

ধাপ-৩: এখান থেকে যেহেতু আমরা মৌজা ডাউনলোড করব সেহেতু “মৌজা ম্যাপ” বাটনে ক্লিক করে মৌজা ম্যাপে প্রবেশ করতে হবে।

ধাপ-৪: মৌজা ম্যাপ – অনলাইন আবেদন মেনু থেকে যথাক্রমে আমরা যেই জমির মৌজা যাচাই করতে চাই সেই স্থানের বিভাগ এবং জেলা সিলেক্ট করব। এরপরে উপজেলা সিলেক্ট করে দেবো
ধাপ – ৫: এরপরে “সার্ভে টাইপ” থেকে আমাদের পর্চার নাম সিলেক্ট করে দিব।
ধাপ – ৬: পরবর্তীতে মৌজা নাম সিলেক্ট করে সিট নং অথবা দাগ নং বসিয়ে দিতে হবে। মৌজা অনলাইন কপি ডাউনলোড করার জন্য পূর্বে আপনাদের জমির মৌজা স্থানের নাম জানা থাকতে হবে।
ধাপ – ৭: উপরে তথ্যগুলো পুনরায় যাচাই করে “খুজুন” বাটনে ক্লিক করুন। একটু সময় লোড নিয়ে আপনাদের মৌজা ম্যাপ এবং সিট নং চলে আসবে।

উপরে উল্লেখিত পদ্ধতি ব্যবহার করে খুব সহজে আপনার মৌজা দেখে নিতে পারবেন। সার্টিফাইড কপির জন্য আবেদন করতেন নিচে দেখানো পদ্ধতি অনুসরণ করুন।
সার্টিফাইড কপির জন্য আবেদন
অনলাইনের মাধ্যমে মৌজা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে অনুসন্ধান প্রক্রিয়া শেষ হলে মৌজা ম্যাপ এর নিচে থাকা “আবেদন করুন” বাটনে ক্লিক করুন। এরপরে আপনাদেরকে নিচের ছবির মত একটি পেইজে নিয়ে আসা হবে।

সার্টিফাইড কপির জন্য আবেদন করতে যথাক্রমেঃ
- ডেলিভারির মাধ্যম (আপনারা চাইলে ডাকযোগের মাধ্যমে সার্টিফিকেট কপি ডেলিভারি দিতে পারেন)
 - নাম এবং জাতীয় পরিচয় পত্র নাম্বার
 - ইমেইল এবং মোবাইল নাম্বার
 - সম্পূর্ণ ঠিকানা
 - গাণিতিক ক্যাপচা যোগফল প্রদান করুন
 - পেমেন্ট বিবরণী সিলেক্ট করুন
 
এগুলো সিলেক্ট করে “পরবর্তী ধাপ (পেমেন্ট)” বাটনে ক্লিক করে সার্টিফাইড কপি আবেদন ফ্রি পরিশোধ এর মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। উক্ত পদ্ধতিতে খুব সহজে অনলাইনে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এর মাধ্যমে জমির নকশা বের করতে পারবেন এবং সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।
মৌজা ম্যাপ কোথায় পাওয়া যায়?
# চূড়ান্ত প্রকাশনাকালীন সরকার নির্ধারিত মূল্য পরিশোধ সাপেক্ষে চূড়ান্ত উপজেলা সেটেলমেন্ট অফিসের আওতাধীন প্রকাশনা ক্যাম্প হতে মৌজা ম্যাপ সংগ্রহ করা যায়;
# চূড়ান্ত প্রকাশনা সমাপনান্তে জেলা প্রশাসকের দপ্তরে রেকর্ড ভলিউমের সাথে মৌজা ম্যাপ হস্তান্তর করা হয়।
# স্টক থাকা সাপেক্ষে মৌজা ম্যাপের প্রিন্টেড কপি জেলা প্রশাসকের রেকর্ডরুম থেকে সংগ্রহ করা যায়।
# মৌজা ম্যাপের কাস্টডিয়ান পরিচালক(জরিপ), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর,তেজগাঁও, ঢাকা-১২০৮।
# ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে মৌজা ম্যাপের স্ক্যান কপি দেয়ার ব্যবস্থা আছে।
# দরখাস্তের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে মৌজা ম্যাপের স্ক্যান কপি সংগ্রহ করা যায।
# মৌজা ম্যাপ ছাড়া ও অন্যান্য ম্যাপ যেমন, থানা ম্যাপ, জেলা ম্যাপ ও বাংলাদেশ ম্যাপ ভুমি রেকর্ড ও জরিপ অদিদপ্তর হতে সংগ্রহের সুযোগ আছে।
অন্যান্য ম্যাপ :
# মৌজা ম্যাপ ছাড়াও নিম্নবর্ণিত ম্যাপসমূহ পরিচালক(জরিপ), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, হতে সংগ্রহ করা যায়।
# থানা ম্যাপ(মুদ্রিত)।
# জেলা ম্যাপ (মুদিত), সাদা-কালো।
# জেলা ম্যাপ (মুদ্রিত), রঙিন।
# বাংলাদেশ ম্যাপ, (মুদ্রিত)।
আমরা বাংলাদেশের জমি-জমা সম্পর্কিত সকল তথ্য গুলো নির্ভুল ভাবে প্রচার করে থাকে। এছাড়া জমি-জমা সংক্রান্ত ভূমি মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ আপডেট সবার আগে প্রচার করে থাকি। আপনি এখানে জমি-জমা সম্পর্কিত সকল তথ্য পাবেন, আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের সঠিক ও প্রয়োজনীয় তথ্য নিশ্চিতে! জমি-জমা সংক্রান্ত সর্বশেষ আপডেট ফেসবুকে পেতে- ভূমিসেবা এখানে ক্লিক করুন।


